KIRANDHUPGURI Activity - 80 Date - 01.01.2023
এক কথায় বছরের প্রথম দিন এর থেকে ভালো কিছু হতে পারে না।
প্রতি বছরের ন্যায় আজকের দিনটি অর্থাৎ কিরণ ধূপগুড়ি এর পঞ্চম বর্ষ পূর্তি একটু ভিন্ন ভাবেই পালন হলো , বর্তমানে প্রাথমিক শিক্ষা কেন্দ্র থেকে ছাত্রছাত্রীদের পড়াশোনার উৎসাহ ও আগ্ৰহ অনেক অংশেই কমে গিয়েছে , সেই সুবাদে ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহ বাড়ানোর জন্য জলঢাকা চাবাগান এলাকার একটি শিক্ষা কেন্দ্র বেছে নেওয়া। সেই মতো বছরের প্রথম দিনটি ওদের আনন্দদানের জন্য প্রাথমিক শিক্ষা কেন্দ্রর কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগীতার আয়োজন করেছিলাম , সাথে কিছু কচিকাঁচা ওদের পছন্দ করা গানে নৃত্য পরিবেশন করলো । শিক্ষা কেন্দ্রর প্রত্যোক কচিকাঁচাদের হাতে খাতা , পেন , পেন্সিল, রবার , রং বক্স ও চকলেট প্রদান করা হল। এত কিছুর পরে খাওয়ার এর আয়োজন না থাকলে হয় নাকি…? তাই ওদের জন্য ভাত , ডাল , পাপর ও মাংস এর আয়োজন করেছিলাম।সব মিলিয়ে দারুন একটা দিন কাটলো কচিকাঁচাদের সাথে , স্কুলের ছোট ছোট পুঁচকে গুলো যে আমাদের এতটা আনন্দ দিবে এটা আমারত্ত ভাবতে পারিনি। নতুন বছরের শুভেচ্ছা রইলো সকলকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন।
Comments