KIRAN DHUPGURI Activity - 68 Date - 13.05.2021
করোনা নামক মহামারী কে আমরা ঠিক একদিন হারাবো , কিন্তু এই দারিদ্রতার মহামারী কোনদিনই পিছু ছাড়ার নয় এই মানুষগুলোর থেকে।
বাড়িতে পাঁচ জন সদস্য , সংসারে একমাত্র উপার্জন করা ব্যাক্তির ব্রেইন স্ট্রোক (বিশ্বনাথ রায়) বিগত বহু দিন ধরে শয্যাসায়ি। ছেলে (হীরক রায়) শারীরিক ভাবে অক্ষম ঠিকভাবে হাঁটতে পারেনা , না পারে ঠিক ভাবে কথা বলতে। সংসার চলছে শাশুড়ির পাওয়া ভাতা তে মাসিক ১০০০ টাকা , এই মধ্যে থেকেই বিশ্বনাথ বাবুর চিকিৎসার খরচ পরিবারের খরচ চলে কোনভাবে। ধূপগুড়ির এক সংবাদ পোর্টাল "বাইশে শ্রাবণ" এ খবর দেখা মাএই আজ আমরা সেখানে গিয়ে তাদের সাথে কথা বলি তাদের সমস্ত কথা শুনে আমাদের তরথ থেকে সাধ্য মতো ১০০০/- টাকা তুলে দেই । শুধু তাই নয় যেই পর্যন্ত লকডাউন না উঠছে সেই পর্যন্ত প্রতি মাসে আমাদের সাধ্য মতো যেই ভাবেই হোক এই পরিবারের পাশে থাকার অঙ্গীকার নিয়েছি।
K I R A N - Dhupguri ।। কি র ন - ধূপগুড়ি
Comments