𝐊𝐈𝐑𝐀𝐍𝐃𝐇𝐔𝐏𝐆𝐔𝐑𝐈 𝐀𝐂𝐓𝐈𝐕𝐈𝐓𝐘 - 83 𝐃𝐀𝐓𝐄 - 08.03.2023
গত ২৪.০২.২৩ তারিখে কনিকা দিদির বাড়িতে আমরা যখন গিয়েছিলাম সেই সময়ের ছবিটা ছিল একরকমের আর আজ ০৮.০৩.২৩ তারিখে ছবিটা পুরোপুরি আলাদা। কাজটা মোটেই সহজ ছিল না, আগুনে পুড়ে যাওয়া ঘরটিকে পুনরায় নতুন ভাবে তৈরি করা , তাত্ত খুব কম সময়ের মধ্যে কারন সেখানে হাতির আনাগোনা খুব বেশি। অবশেষে কনিকা দিদির পরিবার আগুনে পুড়ে যাওয়া ঘর পুনরায় নতুন ভাবে ফিরে পেল , কনিকা দিদির মেয়ের হাত দিয়ে নতুন ঘরের শুভ উদ্বোধন করা হলো।তাদের পরিবারের খুশিতে আজ আমরাত্ত খুব খুশি , কয়েকদিনের কষ্টের পর আমাদের প্রাপ্তি হাসিমুখ গুলো। যারা আমাদের ডাকে সাড়া দিয়ে এগিয়ে এসেছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ , আজ আপনাদের জন্যই একটি অসহায় পরিবার নিজেদের মাথার উপর ছাউনী পেল , চার বছরের একটি ছোট্ট শিশু তার আগুনে পুড়ে যাওয়া ঘর কে পুনরায় নতুন ভাবে ফিরে পেল। তবে যাদের অক্লান্ত পরিশ্রমে আগুনে পুড়ে যাওয়া ঘরটিকে পরিষ্কার করে পুনরায় নতুন ঘরে রূপ দেওয়া সেই মিস্ত্রি কাকুদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুক কনিকা দিদির পরিবারের মানুষ গুলো
সম্পূর্ণ ভিডিও আসছে আগামীকাল আমাদের 𝐘𝐎𝐔𝐓𝐔𝐁𝐄 চ্যানেলে- https://youtube.com/c/KiranDhupguri
𝐆𝐄𝐓 𝐈𝐍 𝐓𝐎𝐔𝐂𝐇
+918001618563 www.kirandhupguri.com contact@kirandhupguri.com
Comments