top of page
Search
Writer's pictureDipayan Dutta

একটু হাসির খোঁজে আমরা!!

Updated: Jan 29, 2022

KIRANDHUPGURI Activity - 70 (Day_4) Date - 25.01.22

ধূপগুড়ি কলেজপাড়ার লালস্কুল এলাকার বাসিন্দা বীরেন রায় বয়স ৮০ ছুই ছুই তার সংসারে একমাত্র রয়েছে বয়স ১৩ এর নাতনি ঋতিকা বর্মন এর কথা হয়তো সকলেরই মনে রয়েছে। আজ আমাদের "SPONSOR FOR NEEDY" কর্মসূচিতে সুদূর কলকাতার বাসিন্দা Deuke Mitra এর কাকা স্বর্গীয় Pulak Mitra এর স্মৃতির উদ্দেশ্যে এই পরিবারটির হাতে তৃতীয় বার মাসের খাদ্য সামগ্রী দেওয়া হলো। তারা তিনমাসের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দায়িত্ব নিয়েছে , আজ তার তৃতীয় দিন । Deuke Mitra মহাশয়কে KIRANDHUPGURI পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এই মহান চিন্তা ভাবনার জন্য।

প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যা যা দেওয়া হলো:-

১. চাল - ২৫ কেজি ২. মুশুর - ২ কেজি ৩. ঘি - ২৫০ গ্ৰাম ৪. তেল - ১ কেজি ৫. সোয়াবিন - ১ কেজি ৬. মুড়ি - ১ কেজি ৭. ডিম - ১ প্যালেট ৮. বিস্কুট - ২ প্যাকেট

এই মানুষ গুলোর মুখে হাসি ফুটিয়ে তুলতে আপনাদের বিশেষ দিন গুলোতে অন্তত পক্ষে এক বেলার খাওয়ার তুলে দেওয়ার দায়িত্ব নিতে পারেন আমাদের #SPONSOR_FOR_NEEDY কর্মসূচির মধ্য দিয়ে।

যোগাযোগ - 8001618563

Follow us on: Facebook: Kiran Dhupguri - কিরন ধূপগুড়ি

Instagram: KIRANDHUPGURI

Youtube: Kiran Dhupguri



11 views0 comments

Comments


bottom of page