K I R A N
DATE -11.04.19
ACTIVITY -28
ACTIVITY -28
একটু
সাহায্যের আবেদন
ধুপগুড়ি হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র
#সৌমজ্যতি_পাল
পিতা - অভিজিৎ পাল
ঠিকানা - মধ্যপাড়া , ওয়ার্ড নং ১২ , ধূপগুড়ি
দুর্ঘটনা স্থান - মালবাজার
এই ছোটো ভাইটি গত ইং ০৫\০৪\২০১৯ শুক্রবার মালবাজারে আত্মীয় বাড়িতে ঘুরতে গিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল সেই সময় একটি ট্রাকের ডালা খুলে তার মাথায় গুরুত্বর আঘাত পায়। বর্তমানে সে শিলিগুড়ি আনন্দলোক হসপিটালে ভর্তি আছে। তার পারিবারিক অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ।
এই ভাই-টির চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করি (যার যেরকম সামর্থ্য) ।
K I R A N ™ এর পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করা হবে। আপনার কেউ সাহায্য দিতে চাইলে নিচে দেওয়া নাম্বার এ যোগাযোগ করুন।
সময় খুবই কম। ৫-১০ যা পারবেন তুলে দিন সৌমজ্যতির জন্য।
তিনদিন আগে এই সময়েই আপনাদের কাছ থেকে সাহায্য চেয়ে ছিলাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের এভাবে সৌমজ্যতির পাশে দাঁড়ানোর জন্য।আজ শিলিগুড়ি গিয়ে তার বাবা অভিজিৎ পাল এর হাতে মোট ৩৫০০/- টাকা দিয়ে আসে K I R A N™,
সৌমজ্যতি এখন আগের থেকে অনেকটাই ভালো আছে , তার ঞ্জান ফিরেছে , ডঃ বলেছে ঔষধ খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে।
যারা যারা সৌমজ্যতির জন্য সাহায্য দিয়েছেন তাদের কে অভিজিৎ বাবু অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন, সাথে এও বলেছেন যাতে তার ছেলে পুরোপুরি সুস্থ হয়ে উঠে এই কামনা টুকু করতে।
***সৌমজ্যতির ব্যপারে পরবর্তী কোন আপডেট আসলে আমরা এখানে জানিয়ে দিব।
এভাবে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
Comments