KIRANDHUPGURI Activity - 79 Date - 03.12.22
প্রথমেই বলি , ধন্যবাদ প্রত্যেকে যারা ওর পাশে এসে দাঁড়িয়েছেন। আপনারা না পাশে দাড়ালে এটা কোনভাবেই সম্ভব ছিল না , কেউ নিয়েছেনে পুরো একবছরের ইলেকট্রিক বিল এর দায়িত্ব, আবার কেউ নিয়েছেন প্রতি মাসে ওর মোবাইল ফোন রিচার্জ এর দায়িত্ব , আবার কেউ কেউ খবার সামগ্ৰী , ব্যাগ এর দায়িত্বত্ত নিয়েছেন। পুরো হিসেব তুলে ধরা হয়েছে ডিসেম্বর মাসের , কে কে কতটাকা দিয়েছেন...?কে কোনটার দায়িত্ব নিয়েছে...? কত টাকা খরচ হয়েছে..? এখন ওর জন্য কতটা টাকা জমা রয়েছে...? সবটাই লিস্ট করে তুলে ধরা হয়েছে। আর এসব ছাড়াও ঋতিকার হাতে ২০০/- টাকা দিয়ে আসা হয়েছে । এইভাবেই আমরা প্রতি মাসে ওর পাশে গিয়ে দাঁড়াবো, অনুরোধ একটাই আপনরাত্ত ছোট্ট বোন ঋতিকার পাশে থাকুন। এখনো যে অনেকটা পথ চলা বাকি।
★এখন শুধুমাত্র রান্নার গ্যাস এর টাকা দেওয়া বাকি আছে, এখনকার টা শেষ হলে নতুন গ্যাস আনার সময় টাকা দেওয়া হবে।
Comments