KIRAN DHUPGURI Activity - 70 Date - 15.08.21
ধূপগুড়ি কলেজপাড়ার লালস্কুল এলাকার বাসিন্দা বীরেন রায় বয়স ৮০ ছুই ছুই তার সংসারে একমাত্র রয়েছে বয়স ১৩ এর নাতনি ঋতিকা বর্মন। ঋত্বিকার মা মারা গেছে , বাবা থাকলেও তার কোন রকম খোঁজ খবর রাখেনা। তাহলে ওই বাবা ও না থাকার মতন। বীরেন বাবুর কাছেই বেড়ে উঠছে ঋত্বিকা , এক সময় ভীক্ষা করেই জীবন নির্বাহ করতেন কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেটাও বন্ধ , ঠিক ভাবে চলাফেরাও করতে পারেন না। বীরেন বাবুর বয়স্ক ভাতা দিয়েই চলছে তাদের জীবন , কিন্তু কয় দিন...? এই ভাতার টাকা দিয়ে কি সব টা সম্ভব ...? মেয়েটার পড়াশোনা রয়েছে আর খাবার বাকি সব কিছু ছেড়েই দিলাম। আচ্ছা এবার ঋত্বিকার কথায় আসি মেয়েটা সপ্তম শ্রেণীতে পড়ছে , বয়স ১৩ । এই ১৩ বছরের মেয়েটা বাড়ির সমস্ত টা সামলাচ্ছে রান্না করা থেকে শুরু করে সমস্তটাই , তার পর বয়স্ক দাদু রয়েছে , তারপর পড়াশোনা টাও করছে , এই অল্প বয়সেই কতটা দায়িত্ব নিতে হচ্ছে । ধূপগুড়ির কোন এক নিউজ পোর্টালে এদের নিয়ে খবর বার হয়েছিল সম্ভবত জুন মাসের শুরুর দিকে। সেই সময় আমরা যাই নি , কিন্তু তাদের কে আমরা লিস্টেড করে নেই কারন খবর বাড় হওয়ার পর কেউ না কেউ ঠিকই যায় । সেই সময় এর খাবার গুলো প্রায় শেষের দিকে ছিলো , আর সাথে বোন এর পড়াশোনার জন্য কিছু শিক্ষা সামগ্রী ও দরকার ছিল।
আমরা কি কি দিলাম খাদ্য সামগ্রী ★চাল - ২৫ কেজি ★মুসুর ডাল - ২ কেজি ★ডিম - ১ প্যালেট ★সোয়াবিন - ৩০০ গ্ৰাম ★তেল - ১কেজি ★মুড়ি - ৫০০ গ্ৰাম ★বিস্কুট - ১ প্যাকেট
ঋত্বিকার পড়াশোনার শিক্ষা সামগ্রী ★খাতা - ৫ টা ★পেনসিল - ৩ টা ★পেন - ৫ টা ★রবার - ২ টা ★জ্যামেতি বক্স - ১টা ★রং বক্স - ১টা ★বোর্ড - ১টা
সব মিলিয়ে যা খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে তাতে করে আগামী ১মাস চলে যাবে। আর বোনের জন্য পড়াশোনার সামগ্ৰী ওটা আমরা দিতে থাকবো। এই ভাবে আগামীতে ও সাধ্য মতো পাশে থাকছি এদের।
Commentaires