K I R A N - Dhupguri Activity - 54 Date - 11.01.2020
কাল রাতে উওর খুটিমারি এলাকার অধিকারী পাড়ার এক ভদ্রলোক আমাদের দেওয়া পোস্টটি দেখে আমাদের ফোন করে , ফোন করে বলেন ওনাদের এলাকায় এক ভবঘুরে , মানসিক ভারসাম্যহীন বয়স ৬০ এর এক মহিলা এলাকার এদিক ওদিক ঘুরা ঘুরি করে ও রাস্তার ধারে এই ঠান্ডায় শুয়ে থাকে। তাই আজ আমরা সকালে সেখানে গিয়ে দেখি , সেখানকার রাস্তায় ধারে পড়ে রয়েছেন , আমাদের কথা অনুযায়ী তাকে একটি কম্বল দিয়ে আসি , যাতে এই শীতে তার কোন রকম অসুবিধা না হয় । কম্বলটি পেয়ে খুব খুশি তিনি।
https://www.facebook.com/1651360001579253/posts/2551334318248479/?app=fbl - এই পোস্ট করার পরে , আজ তার প্রথম কাজ সফল হয়েছে । ধন্যবাদ সকলকে পোস্ট টি চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য।
©K I R A N - Dhupguri
Comments