KIRANDHUPGURI Activity - 75 Date - 07.08.22
ছোটবেলায় আমরাত্ত এই সব জিনিস পেলে যতটা খুশি হতাম ও তার চেয়ে অনেক অনেক বেশি খুশি নিজে চোখে না দেখলে বলে বোঝানো মতো নয় , কারন ওরা অল্পতেই খুশি। সব থেকে বেশী খুশী ছাতা পেয়ে, এখন আর বৃষ্টিতে ভিজে স্কুলে যেতে হবে না , সাথে রেইনকোট। পূজোর আনেক আগেই ওর একটা পূজোর জামা হয়েগল , সাথে স্কুল ব্যাগ , খাতা , পেন্সিল সমস্ত কিছুই। এখন আর স্কুল ফাকি দিবে না , কারন স্কুল ফাকি দিলে যে এসব জিনিস যে আর পাবে না।
ধন্যবাদ আপনাদের যারা এত কিছু দিয়ে ওর মনে পড়াশোনার প্রতি উৎসাহ বাড়িয়েছেন , এই ভাবেই পাশে থাকবেন ওর আগামীতে।
ভিডিও খুব শীঘ্রই আসবে https://youtube.com/c/KiranDhupguri . . . . . . www.kirandhupguri.com
Comments