K I R A N
Activity - 46
Date - 19.10.19
মহাঅষ্টমীর দিন অর্থাৎ ৬.১০.১৯ তারিখে যখন আমারা সকলে আনন্দ হইহুল্লোড় মর্ত সেই দিনই বিরপাড়া এলাকার তেলিপাড়ার বাসিন্দা নিখিল লাহিড়ীর ছেলে বাপি লাহিড়ী বাইক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয় , খুবই খারাপ অবস্থা বর্তমানে সে শিলিগুড়ির দিসান নাসিংহোম ভর্তি রয়েছে। টানা ৭ দিন সে কোমায় ছিল , এতটাই খারাপ অবস্থা । নার্সিং হোম এ দিন প্রতি ৩৫ হাজার টাকা লাগছে যেটা তাদের পরিবারের পক্ষে সম্ভব না। এই খবর পাওয়া মাএই আজ আমরা তার বাড়িতে গিয়ে তার মায়ের হাতে ১০০০/- টাকা তুলে দিয়ে আসি। যদিও অথটুকু খুবই কম। তবে ভগবান কাছে প্রার্থনা করি বাপি যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে এই কামনাই সকলে করি।
Comments