K I R A N Activity - 62 (11) Date - 12.04.2020
কোরোনা ভাইরাস এর মোকাবিলায় আজকের অর্থাৎ #একাদশ_দিনের প্রয়াস , আজ একটু অন্য ভাবে আমরা , পরশু রাতে বোন বর্নালি(এই মেয়েটি সেই মেয়েটি যার ইচ্ছে শক্তির জন্য আমাদের এক বছরের বেশি সময় ধরে ওর পাশে থাকতে বাধ্য করেছে) ফোন করে বলে দাদা আমার একটি দ্বাদশ শ্রেণীর biology বই দরকার , এই লকডাউন অবস্থায় বই এর দোকান গুলো বন্ধ থাকায় আমারা সেই বই এর সন্ধান এ ফেসবুক এ পোস্ট করি , শেষে (দেবস্মিতা মৈত্র) বোন বইটি আমাদের হাতে তুলে দেয় ধন্যবাদ বোন কে , আজ আমরা বইটি ও কিছু খাতা ও কলম বার্নালির হাতে তুলে দিয়ে আসি। এই সময় আপনিও পাশে দাড়ান এই মানুষ গুলোর । আপনার আর্থিক সহযোগিতায় হয়তো আরো অনেক পরিবারের পাশে দাঁড়াতে পারবো আমরা। আমাদের আর্থিক ভাবে সাহায্য করতে হলে Call / What's app / Phone pe / Google pay / Paytm করুন 8001618563 নাম্বারে। #CORONA_HAAREGA_INDIA_JEETEGA ©K I R A N - Dhupguri
Comments