K I R A N - Dhupguri
Activity - 34 (বৃক্ষরোপণ এর তৃতীয় দিন)
Date - 19.07.19
অরন্য সপ্তাহের পঞ্চম দিনে K I R A N™ এর পক্ষ থেকে আমরা চলে গেলাম মল্লিক পাড়া আগ্ৰগামী শিশু স্কুলে , "একটি গাছ একটি প্রান"এই কথাটির মাধ্যমে গাছ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সেই স্কুল এর ছোট ছোট পড়ুয়াদের সামনে তুলে ধরা হয় ও সব শেষে তারা সকলে মিলে তাদের স্কুলের মাঠে গাছ রোপন করে। আমরা আবারো বলছি এমন সব জায়গায় আপতত কিছু গাছ লাগানো হয়েছে ও পরবর্তী দিন গুলোতেও লাগানো হবে যাতে গাছ গুলোকে আমরা অথবা আশে পাশের মানুষ সে গাছের পরিচর্যা করতে পারে। সেখানে কৃষ্ণচূড়া ও গামারী গাছ লাগানো হয়।
Comments