K I R A N - Dhupguri
Activity - 34 (বৃক্ষরোপণ এর প্রথম দিন)
Date - 15.07.19
K I R A N™ এর পক্ষ থেকে অরণ্য সপ্তাহের দ্বিতীয় দিনেই শুরু হলো ধূপগুড়ির কিছু স্থানে ও আমাদের টিম মেম্বারদের বাড়িতে গাছ লাগানো,এমন সব জায়গায় আপতত কিছু গাছ লাগানো হয়েছে ও পরবর্তী দিন গুলোতেও লাগানো হবে যাতে গাছ গুলোকে আমরা যত্ন করতে পারি।আজ মেহগনি,সেগুন,অর্জুন,কদম,চিপরাশি ও কৃষ্ণচূড়া গাছ লাগানো হলো।
Комментарии