K I R A N - Dhupguri
Activity - 34 (বৃক্ষরোপণ এর দ্বিতীয় দিন)
Date - 17.07.19
আরো একবার K I R A N™ এর পক্ষ থেকে অরণ্য সপ্তাহের চতুর্থ দিনে আমরা চলে গেলাম আমাদের বন্ধু অমিত এর বাড়ির পাশে গাছ লাগাতে যেখান থেকে সে গাছের পরিচর্যা করতে পারে। আমরা আবারো বলছি এমন সব জায়গায় আপতত কিছু গাছ লাগানো হয়েছে ও পরবর্তী দিন গুলোতেও লাগানো হবে যাতে গাছ গুলোকে আমরা অথবা আশে পাশের মানুষ সে গাছের পরিচর্যা করতে পারে।আজ মেহগনি,সেগুন,কদম ও চিপরাশি গাছ লাগানো হলো। প্রতিবারের মতো এবারো সহযোগিতা করেছে বন্ধু আশিস।
Comments