top of page
Search
Writer's pictureDipayan Dutta

অভাবের সংসারে কিছু সাহায্য।

K I R A N Activity-16 Date-30.10.18

খবর টা পেয়ে ছিলাম ধূপগুড়ির কোন একটি NGO এর Facebook পেজ থেকে, পোস্ট টা পড়ে সব থেকে খারপ লাগলো সেই ৯ মাসের বাচ্চা টাকে দেখে, আজ তার জন্যই আমাদের ছোট্ট চেষ্টা।

আজ K I R A N ™ গিয়েছিলো সাকোয়াঝোরা ২ অঞ্চলের রাজধানী বাড়ি এলাকার সুকুমার দও এর বাড়ি, খুব অভাবের সংসার । তার দুই ছেলে দুই মেয়ে। বড়ো মেয়েটি র বিয়ে হয়ে ছিল কিন্তু মানসিক ভারসাম্য হীন হওয়ায় তার বর তাকে ছেড়ে চলে যায়, মেয়েটি একটি পুত্র সন্তানের জন্ম দিয়ে সেও নিখোঁজ হয়ে য়ায়। সেই বাচ্চা টির বয়স ৯ মাসের মতন, যার জন্য এত কিছু করা। এই অবস্থায় সুকুমার বাবুর ছোট মেয়ে দেবী দও যার বয়স ১৩ বছর সেই বাচ্চা টিকে মানুষ করছে। সুকুমার বাবুর আর দুই ছেলে যাদের বয়স ১০ ও ৬ তাদের দেখভাল দেবী দও করছে। খুবই অভাবের মধ্যে দিয়ে তারা জীবন যাপন করছে,আর বাড়ি ঘরের অবস্থা ও ভালো না, এদের নিয়ে চলতে সুকুমার বাবুর খুব অসুবিধা হচ্ছে। বিশেষ করে ৯ মাসের বাচ্চা টার কথা চিন্তা করে আমরা আজ সেখানে গিয়ে ওর দরকার এর সব টাই দিয়ে আসি। যাতে এই ঠান্ডা তে আর খাওয়া দাওয়ায় কষ্ট না হয়।

( ছোট্ট বাচ্চা টির জন্য শীতের পোশাক, ২ জোড়া মোজা, ২টি মাঙ্কি টুপি , ৪ পেকেট সেরেলাইস, ১লিটার দুধের পেকেট,) ৫ কেজি চাল, ২পেকেট বিস্কুট, ১ কেজি চিনি, ২কেজি সোয়াবিন, ১ কেজি আটা, ২পেকেট লবন, ৫০০ গ্ৰাম ছাতু,৭ টা সাবান, ৪টা মোমবাতি, ৪টা পেস্ট।

অসংখ্য ধন্যবাদ K I R A N™ এর প্রত‍্যেক মেম্বারদের।

আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারাও চেষ্টা করবেন এদের পাশে দাঁড়ানোর। অন্তত ছোট্ট শিশুটির পাশে দাঁড়ানোর।


12 views0 comments

Comments


bottom of page