K I R A N - Dhupguri Activity - 22 Date - 26.01.19
🖌Art's Festival🖌 🇮🇳26th January 🇮🇳 📣Organized - K I R A N - Dhupguri📣
আজ ২৬ এ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে K I R A N™থেকে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। উক্ত প্রতিযোগিতায় মোট ২৫জন প্রতিযোগি ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেছিল। অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি প্রশ্ন উওর প্রতিযোগিতাও রাখা হয়েছিল। বাচ্চাদের আনন্দে আমরাও আনন্দিত। যদি এবার কোন রকম ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাদের ক্ষমা করবেন,পরের বার সেটা সংশোধন করে নিব। শুধু একটাই কথাই বলার সকলে সর্বদা আমাদের পাশে থাকবেন যেভাবে এত দিন পাশে থেকেছেন সেইভাবে , এই আশা টুকু সকলের কাছে রাখছি।
Comments